আবারও শুভেচ্ছাদূত হলেন পিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকবার র‌্যাম্প মাতিয়েছেন পিয়া জান্নাত। অভিজ্ঞতা আছে বিশ্ব বরেণ্য মডেল ও কোরিওগ্রাফারদের সাথে কাজ করার। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই-ব্যাংকক-নিউ ইর্য়কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়িয়ে চলেছেন এই লাস্যময়ী।

সম্প্রতি অভিনয়ের দিকে মনযোগী হয়েছেন। গেল ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার মোটরসাইকেল ব্রান্ড ইয়ামাহার শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন তিনি।

আগে থেকেই এ ব্রান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জাতীয় ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। আজ সোমবার বিকেলে ইয়ামাহার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন পিয়া। এছাড়া আগামীকাল মঙ্গলবার ইয়ামাহা আয়োজিত একটি স্টেজ পারফর্মেন্সে তাসকিনের সঙ্গে অংশ নেবেন তিনি। শিগগিরই অংশ নেবেন টিভিসিতেও।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।