বাণী-বচন : ১১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০২:০০ এএম, ১১ আগস্ট ২০১৫

ধর্ম
পৃথিবীতে ধর্মই একমাত্র বিষয় যার সমালেঅচনা সহ্য করার মতো সহিষ্ণুতা নেই। - বার্নাড শ

সেই রুদ্র আসিতেছেন যিনি ধর্ম মাতালদের আড্ডা ঐ মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গুম্বজ বলে লইয়া আসিবেন। - কাজী নজরুল ইসলাম।

মানুষের জন্য যাহা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করিতে গিয়া মানুষকে অকল্যাণ করিতে হয়, তাহা ধর্মের নামে কুসংস্কার মাত্র। - ইব্রাহীম খান

ধর্মের ব্যাপারে যারা অন্ধ, তারা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। - বার্ট্রান্ড রাসেল।

ধর্ম নিয়ে যারা কোন্দল করে ধর্মের মর্ম তারা জানেনা। - ড. মুহম্মদ শহীদুল্লাহ

বচন
ঘন দুধের ফোঁটা
বড় মাছের কাঁটা
অর্থ : ভাল কিছুর সামান্য অংশও ভাল- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।