সালমান শাহের মামার বাসায় ব্যবসায়ী অসুস্থ, হাসপাতালে মৃত্যু!
চিত্র নায়ক সালমান শাহের মামা, সিলেট নগরের দাড়িয়াপাড়ায় বাসিন্দা মো. আলমগীর ওরফে কুমকুম মামুর বাসায় সুবল বণিক (৫২) নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পর মারা যান। রহস্যজনক মৃত্যু সন্দেহে মরদেহ ময়নাতদন্ত করতে পুলিশ সুবল বণিকের বাসায় অবস্থান করছিল। তবে এ প্রতিবেদন রাত সাড়ে ১১টায় লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিদ্ধান্ত আসেনি।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিত্রনায়ক সালমান শাহের মামা মো. আলমগীর ওরফে কুমকুম মামুর বাসায় আড্ডা দিতে যান প্রতিবেশী কয়লা-পাথর ব্যবসায়ী সুবল বণিক। আড্ডার এক পর্যায়ে সুবল বণিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় সুবল বণিককে সন্ধ্যা ৬টায় ওসমানী হাসপাতালে নিয়ে যান আলমগীর কুমকুম।
সুবল বণিকের অসুস্থতার খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ওসমানী হাসপাতালে ছুটে যান। হাসপাতালে নেয়ার এক ঘণ্টা পর তিনি মারা যান। সন্ধ্যা ৭টার দিকে আত্মীয়-স্বজনের উপস্থিতিতে দায়িত্বরত চিকিৎসক সুবল বণিককে মৃত ঘোষণা করেন।
সুবল বণিক দাড়িয়াপাড়া মেঘনা-বি/৮৩-এর মনোরঞ্জন বণিকের পুত্র। সন্ধ্যার পর সুবল বণিকের মরদেহ বাসায় নিয়ে আসা হয়। রহস্যজনক মৃত্যু সন্দেহে কোতয়ালী থানা পুলিশ পোস্টমর্টেম করার জন্য মরদেহ নিয়ে যেতে চাইলে সুবল বণিকের স্ত্রী বাঁধা দেন। তিনি পুলিশকে জানান, তার স্বামী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
এ ব্যাপারে রাত ১১টায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাসা ও ঘটনাস্থল কুমকুম মামুর বাসায় যায়। তবে পরিবার দাবি করছে সুবল বনিকের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। তাই তারা মরদেহের ময়নাতদন্ত করতে চাচ্ছেন না।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, যেহেতু মৃত্যুর বিষয়টি রহস্যজনক তাই পুলিশ ময়নাতদন্ত চায়। তবে পরিবার না চাওয়ায় এখনো সিদ্ধান্ত হয়নি। দেখা যাক কী হয়।
সামির মাহমুদ/বিএ