সালমান স্মরণে নিলয়-শেহতাজের চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ'র মৃত্যুবার্ষিকী আজ ‘৬ সেপ্টেম্বর’। আর এই দিনটি উপলক্ষ্যে সালমান শাহকে নিবেদন করে লায়নিক মাল্টিমিডিয়া মুক্তি দিয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালো আছি ভালো থেকো।'

মোহন আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, শেহতাজ, রনি, আনোয়ার, মেহেদি প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করেছেন মিঠু মনির। সম্পাদনা করেছেন সাইফ রাসেল। এক জোড়া তরুণ তরুণীর প্রেমকে ঘিরে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। ভিডিওটি স্পন্সর করেছে তারুণ্যের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড ইজি।

এ প্রসঙ্গে শেহতাজ বলেন,‘বেশ কিছুদিন আগে করেছিলাম কাজটি। তবে প্রিয় নায়কের মৃত্যুদিনকে স্মরণ করে তাকে নিবেদন করে কাজটি রিলিজ হয়েছে জেনে ভীষণ ভালো লাগছে। এই কনটেন্টই নয়, এমন দিনে সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।'

অন্যদিকে নাটকের মূল চরিত্রে অভিনয় করা নিলয় আলমগীর বলেন, 'লায়নিকের এই উদ্যোগটা অসাধারণ। সালমান শাহকে নিবেদন করে এই ফিল্মটি রিলিজ হওয়ায় আমার খুব ভালো লেগেছে। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।'

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।