দুই মেয়ের কণ্ঠে ‍বুলবুল আহমেদের সিনেমার আট গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

বুলবুল আহমেদ। যিনি চিত্রপাড়ায় মহানায়ক নামে পরিচিত। বাংলা চলচ্চিত্রে যার অবদান অনস্বীকার্য। আজ তার ৭৭তম জন্মবার্ষিকী।

আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। সেই অংশ হিসেবে গাজী টিভিতে এ মহানায়ককে নিয়ে থাকছে বিশেষ আয়োজন। আর এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে থাকছেন প্রয়াত বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। তার সঙ্গে থাকছেন দুই কন্যা ঐন্দ্রিলা ও তিলোত্তমা।

মঙ্গলবার রাত ৯ টায় গাজী টিভিতে ‘স্মরণে মহানায়ক’ নামে এক আলাপচারিতার অনুষ্ঠানে কথা বলবেন তারা। সেখানে বাবা বুলবুল আহমেদের সিনেমার আটটি গান পরিবেশন করবেন তার দুই মেয়ে।

ঐন্দ্রিলা জাগো নিউজকে জানান, ‘বাবার সিনেমার আটটি গান গাইবো আমি ও আমার বোন। ‘শত জনমের স্বপ্ন’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘দুঃখ ভালোবেসে’ ও ‘চাও প্রিয়া নদী হয়ে’ জনপ্রিয় এ চারটি গান পরিবেশন করবো আমি। আর ‘রাত্রী আমার’, ‘বলো কে বা শুনেছে’, ‘যে কথা নিরবে’সহ আরও একটি গান পরিবেশন করবেন আমার বোন তিলোত্তমা।’

বাবার জন্মবার্ষিকী নিয়ে ঐন্দ্রিলা বলেন, বাবার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হলেও জন্মবার্ষিকীতে এবার তেমন কোন আয়োজন নেই। তবে বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে বাবাকে নিয়ে অনুষ্ঠান প্রচার করছে।

তারমধ্যে মাছরাঙা টিভিতে সকালে প্রচার হয়েছে একটি অনুষ্ঠান। বিকেল ৫ টায় গাজী টিভিতে ‘এই সন্ধ্যায়’ নামে এক অনুষ্ঠানে থাকছে ঐন্দ্রিলার একক সাক্ষাতকার। এরপর সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে একই টিভিতে হাজির হবেন বুলবুল আহমেদের পরিবার।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।