আহত হয়ে বিশ্রামে মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন।

পায়ের লিগামেন্টে আঘাত লেগেছিল তার। পুরনো এ ব্যথার মাত্রা সম্প্রতি বেড়ে গেলে চিকিৱসকের শরণাপন্ন হন তিনি। চিকিৱসক ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। চিকিৱসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। বন্ধ রয়েছে শুটিং।

বাসায় অলস সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে। স্বামী বিশ্রামে থাকায় খুশি হয়েছেন মিশা সওদাগরের স্ত্রী মিতা। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব বেশি সময় বাসায় থাকার সুযোগ পান না। ১৫ দিন কোনোরকম কাজ ছাড়াই বাসায় থাকবেন বলেই তার এই আনন্দ। এমনটাই জানান মিশা সওদাগর।

বাসায় এখন অলস সময় কাটছে মিশার। তাই ঢুঁ মারছেন ফেসবুকেও। গতকাল শুক্রবার (৩১ আগস্ট) স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘‘রিপোর্ট দেখে ডা. বললেন, ‘টু উইক্স রেস্ট!’ আর উনি বললেন, ‘আমার জন্যে এই নিউজটাই বেস্ট।’ নেচার আর নারীর কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।’’

মিশা বলেন, ‘চিকিৎসক টানা ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। বাধ্য হয়েই দুটি সিনেমার শুটিং ডেট পিছিয়ে দিতে হলো। এখন পরিবারকে সময় দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।’

এদিকে মিশার অসুস্থতার খবর পেয়ে তার বাসায় তাকে দেখতে যান চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির কয়েকজন নেতা। তাদের মধ্যে ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে চলচ্চিত্রে নাম লেখান মিশা সওদাগর। পরিচালক ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করলেও নিজেকে তিনি খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।