সিরাজগঞ্জ পৌরসভা মেয়রের দায়িত্বভার গ্রহণ


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১০ আগস্ট ২০১৫

সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহমেদ আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকালে পৌরসভায় মেয়রের অফিস কক্ষে তিনি এ দায়িত্ব বুঝে নেন।

পৌরসভার মেয়র অ্যাড. মোকাদ্দেস আলীকে সাময়িক বরখাস্ত করায় তিনি তার স্থলাসিভিক্ত হলেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্যানেল মেয়র আতাউর রহমান, জেলা যুবলীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম প্রমুখ। পরে পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নতুন এই মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, সকলের সহযোগিতা নিয়ে তিনি সিরাজগঞ্জ পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।

উল্লেখ্য, দায়িত্ব অবহেলা ও দীর্ঘদিন অফিস না করার অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র অ্যাড. এম মোকাদ্দেছ আলীকে গত ৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়।

বাদল ভৌমিক/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।