নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই : হিরো আলম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮

‘এক সময় মানুষ আমাকে চিনতো না। সেই সময়ই আমি মেম্বার নির্বাচন করেছি। এখন সারা দেশের মানুষ আমাকে চেনে, আমার কথা জানে, আমাকে ভালোবাসে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আমি নির্বাচন করবো কি না। আমি বলে এসেছি নির্বাচন করলে বড় নির্বাচনই করবো। তাই সামনে নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ‘হিরো আলম’ এভাবেই প্রকাশ করলেন তার নির্বাচন করার ইচ্ছের কথা।

হিরো আলমের আসল নাম আশরাফুল হোসেন আলম। জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেই বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে যাচ্ছেন তিনি। হিরো আলম জাগো নিউজকে বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। কোন রাজনৈতিক দলের ছায়াতে না, নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই।’

তিনি আরও বলেন, ‘চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

বলিউডে ডাক পাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি বলিউডে সুযোগ পেয়েছি। সত্যিই এটা স্বপ্নের মত। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।’

এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের তুলে আনতেও সংশ্লিষ্টদের সুনজরদারি ও যথাযথ পদক্ষেপ আশা করেন হিরো আলম।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।