জান্নাত দেখার আগ্রহ বাড়ছে দর্শকদের : সাইমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৮

সিনেমার সবচেয়ে বড় প্রচারণাটি চালায় সিনেমার দর্শক। সিনেমা মুক্তি পাওয়ার পরে দর্শক পছন্দ করলে মুখে মুখে ছড়িয়ে যায় সেই সিনেমার নাম। দিনের পর দিন বাড়তে থাকে সেই সিনেমার দর্শক। সেই পথেই হাঁটছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘জান্নাত’ সিনেমাটি।

‘পোড়ামন’ সিনেমার সফল জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহির অভিনয় দেখতে আগ্রহী হচ্ছেন দর্শক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটি ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে মাত্র ৩৫টি সিনেমা হলে। সেদিক থেকে ছবিটি নিয়ে আলোচনা ও আগ্রহ থাকলেও সারা দেশের দর্শকরা ছবিটি নিকটস্থ হলে গিয়ে দেখার সুযোগ পাননি।

তবে এরই মধ্যে যারা সিনেমাটি দেখেছেন তাদের প্রশংসায় ভাসছে ‘জান্নাত’। ছবিটির গল্প, নির্মাণশৈলী, শিল্পীদের অভিনয় বিশেষ করে সাইমন-মাহির রসায়ন মুগ্ধতা ছড়িয়েছে। সিনেমাপাড়াতে আলোচনা চলছে, ব্যবসায়িক সাফল্যে ঈদের ছবি হিসেবে শাকিব-বুবলীর ‘ক্যাপ্টেন খান’ ছবিটি এগিয়ে থাকলেও গল্প ও মুগ্ধতায় ‘জান্নাত’ বেশ মজবুত অবস্থানে। ফেসবুকেও দর্শকরা সেই মুগ্ধতার প্রকাশ করছেন।

সেই মুগ্ধতাকে পূঁজি করেই ছবির নায়ক সাইমন সাদিক ধারণা করছেন, ধীরে ধীরে ছবিটির দর্শক বাড়ছে ও বাড়বে। আগামী সপ্তাহে আরও অধিক হলে মুক্তি পাবে ছবিটি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছবিটি নিয়ে কোনো নেতিবাচক রিভিউ চোখে পড়েনি। যারা দেখেছেন সবাই প্রশংসা করছেন। নানা কারণে মুক্তির সপ্তাহে আমাদের হল খুব বেশি ছিল না। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে দেশের আরও অনেক এলাকার সিনেমা হলে মুক্তি পাবে ‘জান্নাত’। সেই সঙ্গে ঢাকারও বেশ কিছু বড় ও ভালো মানের হলে চলবে ছবিটি। পরিচালক ও প্রযোজক ছবিটি নিয়ে এমনটাই আশা করছেন। অনেক হল মালিকরাই নাকি আগ্রহ দেখাচ্ছেন ছবিটি চালাতে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল আরও বেশ কিছু সিনেমা হলে মুক্তি দেওয়ার। আরও ভালো কিছু সিনেমা হলে ছবিটি মুক্তি পেলে এরই মধ্যে হল রিপোর্ট আরও ভালো হতে পারতো। সোস্যাল মাধ্যমে অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তারা আশায় দিন গুনেও নিজেদের এলাকার হলে ছবিটি দেখতে পারেননি। এখন তারা দ্বিতীয় সপ্তাহের অপেক্ষা করছেন। এটা একটা ভালো দিক যে ছবিটি মুক্তির পর বর্তমানে এর প্রচারণা দর্শকই করছেন। আমরা নিকট অতীতে দেখেছি যে ছবির প্রচারণা দর্শক করেন সেই ছবির সাফল্য নিশ্চিত। একটু ধীর গতিতে শুরু হলেও ‘জান্নাত’ বছরের আলোচিত ও সফল ছবির তালিকায় থাকবে বলে বিশ্বাস আমার।’

এরই মধ্যে ছবিটি সাইমন নিজেও দেখেছেন ভক্তদের সঙ্গে বসে। ঈদের পরের দিন ৬টায় কিশোরগঞ্জের ‘মৌসুমী’ সিনেমা হলে সিনেমাটি দেখেছেন তিনি। দর্শকের সঙ্গে বসে ও ছবি দেখে অনুভূতি কেমন, এই প্রশ্নের জবাবে সাইমন জাগো নিউজকে বলেন, ‘হলে সিনেমা দেখতে গিয়ে দর্শকের উৎসাহ দেখে মুগ্ধ হয়েছি। আমাদের সিনেমা নিয়ে ফেসবুকে অনেকেই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। খুব ভালো লেগেছে ভক্ত-দর্শকদের সঙ্গে ছবি দেখার সময়টা। এখনো যারা দেখেননি তাদের ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’

ছবিটি নিয়ে আশাবাদী সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও। তিনি বলেন, ‘ঈদের ছবি হিসেবে মুক্তি পেলেও আশানুরূপ হল পায়নি ‘জান্নাত’। তবে মনে হচ্ছে আগামী সপ্তাহে সেই আক্ষেপ ঘুচে যাবে। বেশ কিছু সিনেমা হলের মালিকগণ আগ্রহ দেখাচ্ছেন ছবিটি নিয়ে।’

‘জান্নাত’ ছবিতে সাইমন-মাহি ছাড়া আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ, শিমুল খান প্রমুখ। একটি গানে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি।

ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে আছে শাকিব-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’, মাহিয়া মাহি ও বনি অভিনীত ‘মনে রেখ’ ও রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।