লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
বিশ্বের অন্যতম বৃহত্তম পিসি মেকার এবং ট্যাবলেট ও স্মার্টফোন কোম্পানি লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে লেনেভোর সঙ্গে নিজের বন্ধনকে আরো জোরালো করার ঘোষণা দেন বাংলাদেশের শীর্ষ এই তারকা ক্রিকেটার।
রোববার সাকিব রাজধানীর বনানীতে ‘সাকিবস ডাইন’ নামে নিজের একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তার রেস্টুরেন্টের মেন্যু নির্বাচন ডিজিটালাইজড করতে লেনোভোর মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট ২ ব্যবহার করা হবে বলে জানান সাকিব।
লেনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সাকিব বলেন, “লেনোভোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ একমাত্র লেনোভো এমন একটি টেক ব্র্যান্ড যা ভিন্ন মাত্রার পরিপূর্ণ প্রাযুক্তিক সুবিধাবলী প্রদান করে। লেনোভোর ব্র্যান্ড মন্ত্র হচ্ছে মানুষকে আরো সামর্থবান করে তোলা যা অর্জনযোগ্য ও সাফল্য অর্জন করেছে। এর পাশাপাশি আমরা এটা বিশ্বাস করি, প্রযুক্তি আমাদের দেশের তরুণদের ক্ষমতায়নে সহায়ক হতে পারে এবং শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সুযোগ সৃষ্টি করতে পারে`।
বর্তমানে সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এবং তরুণদের মাঝে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত। তাই সেই বিবেচনা করে বর্তমান ‘নেট-জেন’ এর (১৮-৩৪ বছর) কথা মাথায় রেখে সাকিবকে বেছে নিয়েছে লেনোভো।
আরটি/একে/এমআরআই