জঙ্গি দমনে পুলিশ ৮০ ভাগ সফল : আইজিপি
দেশে জঙ্গি দমনে পুলিশ ৮০ ভাগ সফল বলে দাবি করেছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার পুলিশ সদর দফতরে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।
যদিও দেশি ও বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, জঙ্গিবাদ দমনে সরকারের ব্যর্থতা রয়েছে।
একেএম শহীদুল হক বলেন, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত জঙ্গি দমনে পুলিশ বাদি হয়ে করা ৬৩২টি মামলায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৫৪৩ জনকে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জঙ্গি দমনে পুলিশ ৮০ শতাংশই সফল।
সাম্প্রতিক সময়ে আলোচিত দুই শিশু হত্যা ও ব্লগার খুনের ঘটনায় বিএনপির নেতারা অভিযোগ করেন, ‘পুলিশ ঘুমিয়ে থাকে’। এর জবাবে পুলিশ প্রধান বলন, পুলিশ ঘুমিয়ে থাকে না। পুলিশ ২৪ ঘণ্টা কাজ করে। ৭ দিন ও মাসের ৩০ দিন কাজ করে। যারা অভিযোগ করেন, পুলিশ ঘুমিয়ে থাকেন, তারা জানেন না। তারা না জেনে এসব বলেন।
‘আমি তাদের অনুরোধ করব, আপনারা এসে দেখে যান পুলিশ কিভাবে কাজ করছে। ভুল ধারণা থেকে এসব বলা হয়। না বুঝে এসব বলা হয়। যোগ করেন শহীদুল হক।
এআর/এসএ/একে/এমআরআই