গুরু-শিষ্যরা মাতাবেন এবারের পরিবর্তন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২০ আগস্ট ২০১৮

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ঈদুল আযহার বিশেষ পর্ব প্রচার হবে ঈদের পরদিন (২৩ আগস্ট) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। মোট সতেরোটি পরিবেশনা থাকছে ঈদের বিশেষ পরিবর্তনে।

ঈদের পরিবর্তনে গানে থাকছে ৩টি গান। প্রতিটি গানেই দর্শকরা পাবেন ভিন্নতা। সময়ের চাহিদা অনুযায়ী ও বৈচিত্রতার লক্ষ্যে গানগুলোর কম্পোজিশন ও শিল্পী নির্বাচন করা হয়েছে। চির সবুজ গায়ক কুমার বিশ্বজিৎ তার তিন শিষ্য সংগীতশিল্পী কিশোর, মাহাদী ও রাজীবকে নিয়ে গাইবেন তার গাওয়া জনপ্রিয় ৩টি গানের অংশবিশেষ।

জাহিদ বাশার পংকজ এর নতুন সংগীতায়োজনে জনপ্রিয় দুই লালন কন্যা বিউটি ও সালমা তাদের গুরু বাউল শফি মন্ডলকে নিয়ে গাইবেন লালন সাঁইজির বহুল শ্রোতাপ্রিয় ‘মানুষ ছাড়া খ্যাপা রে তুই মুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই গানটি। এই প্রথম তিন গুরু শিষ্য কোন টেলিভিশন অনুষ্ঠানের জন্য এক মঞ্চে এক সাথে গান গাইবেন।

আরেকটি জনপ্রিয় গান ‘আমার মনও না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণও না চায় এ ঘর বাঁধিল কিশোরী চল না হই উদাসী’ প্রচলিত এই গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ও সংগীতপরিচালক সুজন আরিফ। আর গানটি গাইবেন এই প্রজন্মের মঞ্চ ও টেলিভিশনের প্রিয় মুখ প্রিয় শিল্পী কর্ণিয়া, ঝিলিক, সিঁথি সাহা, বেলাল খান, এফ এ সুমন এবং সুজন আরিফ।

হারানো দিনের বাংলা চলচ্চিত্রের ৩টি জনপ্রিয় গানের অংশবিশেষের সমন্বয়ে করা কম্পোজিশনের সাথে লিখন রায়ের পরিচালনায় নৃত্যকথার নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় সফল নৃত্যশিল্পী জুটি লিখন নাদিয়া।

থাকছে আরেকটি নাচ। নৃত্যপরিচালক আবু নাঈমের পরিচালনায় ক্ল্যাসিক্যাল ঘরানার নৃত্যটি নাঈম ড্যান্স কোম্পানির সহশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী।

মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে সমসাময়িক বিষয় নিয়ে করা বিভিন্ন কুইজের মাধ্যমে।বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক শব্দাবলী, কোরবানি, টেলিভিশন চ্যানেল। হজমআলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রæটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে গরু কেনায় ফুটবল বিশ্বকাপের প্রভাব, কোরবাণীর পশুর চামড়া,কোরবাণীর গোস্ত বণ্টন,পরনিন্দা পরচর্চা,ঘুষ-দুর্নীতি, ভিনদেশী সিরিয়াল নাটকপ্রীতি, অপসংস্কৃতি চর্চা, ভবিষ্যৎবাণী ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।

নাট্যংশগুলোতে অভিনয় করবেন-দিলু খান, মামুনুল হক টুুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নূর-এ আলম নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, ফিরোজ হোসাইন, শ্যামল, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন, মঞ্চ মনির, শিল্প প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায়পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।