মঙ্গলবারের নির্বাচিত ঈদ অনুষ্ঠান


প্রকাশিত: ০১:৫৫ এএম, ০৭ অক্টোবর ২০১৪

ঈদের ছুটিতে ঘরে বসে দেখতে পারেন টিভি অনুষ্ঠান। প্রায় প্রতিটি টিভি চ্যানেলে রয়েছে নানা ধরণের টিভি অনুষ্ঠানের আয়োজন।

এটিএন বাংলা
সকাল সাড়ে ১০টায় রয়েছে বাংলা ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। সাফিউদ্দিন সাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া, আরিফিন শুভ প্রমুখ।বিকেল ৩টা ০৫ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘শিকার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম, মৌসুমী হামিদ, জনি প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রযেছে বিশেষ নাটক ‘দ্য লষ্ট মেমোরিজ’। রচনায় মাসুম রেজা ও পরিচালনায় সৈয়দ আওলাদ। এতে অভিনয় করেছেন তারিন, তৌকীর, আবুল হায়াত প্রমুখ। রাত ৮টা ৫০মিনিটে রয়েছে ফাগুন অডি ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সানজিদা হানিফ।
রাত ১০টা ৪০ মিনিটে রয়েছে পাঁচ পর্বের নাটক ‘মেঘ বালিকা’র প্রথম পর্ব। রচনা ও পরিচালনায় মোহন খান। এতে অভিনয় করেছেন সজল, মেহজাবিন, সুজানা প্রমুখ।

চ্যানেল আই
সকাল সাড়ে ১০টায় প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘রাজত্ব’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা ইফতেখার চৌধুরী। অভিনয়ে শাকিব খান, ববি প্রমুখ।
দুপুর আড়াইটায় রয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘মতিন সাহেবের চশমা’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজীব। অভিনয়ে তারেক আনাম খান, সামিয়া, নাঈম প্রমুখ।
বিকেল সাড়ে ৪টায় রয়েছে ফার্মারস্ গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ৮ পর্বের ধারাবাহিক ‘রাত বিরাতে, সাতক্ষীরাতে’ এর তৃতীয় পর্ব। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।
রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘নায়িকা’। রাবেয়া খাতুন এর গল্প অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, কুসুম সিকদার, ইভানা প্রমুখ।
রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক ‘গনি মিয়ার কোচিং সেন্টার’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, সজল, শায়লা সাবি প্রমুখ।

এনটিভি

সকাল ৯টা ২৫ মিনিটে রয়েছে একক সংগীতানুষ্ঠান ‘গীতি মধুময়’।এতে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রুনা লায়লা।
সকাল ১০টা ৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘তারকাঁটা’। পরিচালনায় মুহম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে মৌসুমী, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম, আহমেদ শরীফ, ফারুক আহমেদ, ডা: এজাজ প্রমুখ।
দুপুর আড়াইটায় রয়েছে বিশেষ টেলিফিল্ম ‘পিছুটান’। রচনায় সৌরভ সেন গুপ্ত ও পরিচালনায় শাহরিয়ার শাকিল। অভিনয়ে আলী যাকের, অপি করিম, ইরেশ যাকের, সমরেশ মজুমদার প্রমুখ।
বিকেল সাড়ে ৫টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘এক মুঠো গান’। প্রযোজনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র। এতে অংশ নিবেন কোণাল, রিংকু, রুমী, জয় শাহরিয়ার ও শারমিন রমা।
সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘ডেড লাইন’ এর দ্বিতীয় পর্ব। রচনা ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে মৌ, রিচি, আবুল হায়াত, জয়রাজ, শ্যামল মাওলা, সোনিয়া হোসেন, অরণ্য প্রমুখ।
রাত ৯টা ৫ মিনিটে রয়েছে একক সংগীতানুষ্ঠান ‘প্রিয় অনুভব’। এতে অংশ নিবেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।
রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘উভচর’ এর দ্বিতয়ি পর্ব। রচনা ও পরিচালনায় আলী ফিদা একরাম তোজো। অভিনয়ে ডা: এজাজ, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, হাসিন, তাসনুভা তিশা, পিদিম, সালমান প্রমুখ।
রাত সোয়া ১১টায় রয়েছে নাটক ‘২৯ আগস্ট দুপুর ২টা’ । রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয়ে আশনা হাবীব ভাবনা, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ, প্রণয় প্রমূখ।

আরটিভি
বেলা সাড়ে ১১টায় রয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সোলমেট’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা ও ব্ল্যাক ব্যান্ডের জন। দুপুর ২টায় রয়েছে বাংলা ছায়াছবি ‘নি:স্বার্থ ভালোবাসা’। পরিচালনা করেছেন অনন্ত জলিল। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল-বর্ষা।
বিকেল সাড়ে ৫টায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একক নৃত্যানুষ্ঠান ‘দ্য ড্যান্সিং ডিভা মীম’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রয়েছে এক ঘণ্টার ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্ব ‘ভন্ড জুটি’। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন নিশো-শখ।
রাত ৮ টা ৪০ মিনিটে রয়েছে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘লাঠি পাগল’ এর দ্বিতীয় পর্ব। মাসুম রেজার  রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন রিয়াজ,  জ্যোতিকা জ্যোতি, আখম হাসান, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
রাত ৯টা ১০ মিনিটে রয়েছে একক নাটক ‘সেলফি’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ।
রাত ১১টা ০৫ মিনিটে রয়েছে একক নাটক ‘বেয়াদব ছেলে’। অভিনেতা জাহিদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও হাসিন।

দেশটিভি ঈদ আয়োজন
সকাল সাড়ে ১০টায় রয়েছে বাংলা চলচ্চিত্র ‘অবুঝ হৃদয়’। পরিচালনায় মোস্তফা আনোয়ার। অভিনয়ে ববিতা, জাফর ইকবাল, চম্পা প্রমুখ।
সন্ধ্যা ৬টায় রয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফিল্মি বাড়ি’ এর দ্বিতীয় পর্ব। পরিচালনায় ফয়সাল রাজিব। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসুন আজাদ, অবিদ রেহান, রাজীব সালেহীন, দুখু সুমন, মার্শাল প্রমুখ।
রাত ৭টা ৪৫ মিনিটে রয়েছে ঈদের বিশেষ নাটক ‘হ্যালো আব্বাজান’। রচনায় মেজবাহউদ্দীন সুমন। পরিচালনায় আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন সজল, স্বর্ণা, রহমত আলী প্রমুখ।
রাত ৯টায় রয়েছে ঈদের সাত দিনের বিশেষ অনুষ্ঠান ‘ফেস টু ফেস: অনন্ত জলিল’ এর দ্বিতীয় পর্ব।

মাছরাঙা

বিকাল ৪টা ৪৫ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসা কারে কয়’। জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াতকে প্রথমবারের মত দেখা যাবে এ ধরণের অনুষ্ঠানে। অনুষ্ঠানে এই দম্পতি বলবেন নিজেদের প্রেমময় জীবনের অনেক অজানা কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।
দুপুর ২টা ৪০ মিনিটে রয়েছে ওয়াহিদ ইবনে রেজার রচনা ও মাবরুর রশিদ বান্নার পরিচালনায় টেলিছবি ‘প্রেম ও প্রতিহিংসা’। অভিনয়ে হাসিন রওশন, বাপ্পি, এ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির প্রমুখ।

চ্যানেল নাইন
দুপুর ৩টায়  প্রচারিত হবে টেলিফিল্ম ‘সড়কের নামে নাম’। টেলিফিল্মটি রচনা করেছেন- আবু সিদ এবং পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন দিনার, নাদিয়া।
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক ‘স্পাই এজেন্সি’ এর দ্বিতীয় পর্ব। রচনায় শাহ মো: নাঈমূল করিম ও পরিচালনায় শহিদ-উন-নবী। অভিনয় করেছেন রিয়াজ, তারিক স্বপন, বিজরী বরকতুল্লাহ, শহীদুল ইসলাম সাচ্চু, সাজ্জাদ রেজা, আরফান আহমেদ, প্যাল, তন্দ্রা, হেদায়েত নান্নু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।