বিটিভিতে ঈদের বিশেষ নাটক ‘টাইপরাইটার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৯ আগস্ট ২০১৮

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ নাটক 'টাইপরাইটার'। জীবন সংগ্রাম, প্রতিনিয়ত কাজ কমে যাওয়া এবং সংসারে সেটার বিরূপ প্রতিক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এই নাটকের গল্প। জীবনঘনিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত এই নাটকের রচনা ও নির্দেনায় ছিলেন ইশতিয়াক আহমেদ।

Typeriter-1

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন শোয়েব মনির, কারার মাহমুদ, সানজিদা তন্বীসহ অনেকেই। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আযম পবনের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি ওই কেন্দ্রের ঈদ আয়োজনে প্রচারিত হবে।

Typeriter-2

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।