একজন মেয়ে ১০ ছেলের সমান!


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ আগস্ট ২০১৫

সংসারে একজন মেয়ে দশজন ছেলের সমান। রোববার এমন মন্তব্যই করলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। রাষ্ট্রপুঞ্জে কন্যা সন্তানদের প্রতিনিধি হলেন বিগ বি।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিগ বি তার সমস্ত ভক্তদের ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে বলেছেন, একটি পরিবারের গর্ব সেই পরিবারের কন্যা সন্তান। তিনি মনে করেন, যেকোনও বাবা-মায়ের কাছে তার কন্যা সন্তান হওয়া উচিত্ তাঁদের অনুপ্রেরণা।

৭২ বছর বয়সী বলিউড তারকার একটি মেয়ে ও দু’টি নাতনি আছে। তার মেয়ে শ্বেতা এবং নাতনি নভ্য নাভেলি ও আরাধ্যাকে নিয়ে তিনি গর্বিত, টুইটারের মাধ্যমে একথা জানিয়েছেন বিগ বি।

কন্যা সন্তান প্রসঙ্গে টুইটারে তার অনুভূতি জানাতে গিয়ে বিগ বি বলেন, একজন মেয়েকে অনেক সময়ই ‘বেটা’ বলে ডাকা যায়। কিন্তু কখনওই একজন ‘বেটা’কে ‘বেটি’ বলে ডাকা যায়না। তিনি মনে করেন বর্তমান যুগে মেয়ে মানে চিন্তা নয়। একটি মেয়ে দশজন ছেলের সমান। তাই টুইটারে সকলকে ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যেক বাবা-মা যাদের কন্যা সন্তান আছে, তাদের গর্বিত হতে বলেছেন।

মাস খানেক আগেই বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয়েছিল বিগ বি আর দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’। সেখানেই দেখা গিয়েছিল একজন মেয়ে কীভাবে সামলান তার বাবাকে।

এ প্রসঙ্গেই অমিতাভের বক্তব্য, হতে পারে আমাদের মেয়েরা ক্ষণিকের জন্য আমাদের হাত ধরে, কিন্তু হৃদয়ে থেকে যায় সারা জীবনের জন্যে। তার কাছে মেয়ে হল ভগবানের পাঠানো দূত।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।