ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৯ আগস্ট ২০১৫

২০১৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। রোববার আনুষ্ঠানিকভাবে একযোগে এ ফলাফল প্রকাশ হয়।

ফল পর্যালোচনা করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার ৭৭ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৫৬ জন।

মোট ১ লাখ ৫১ হাজার ২৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে
বিজ্ঞান থেকে পাস করেছে ১ লাখ ১৭ হাজার ৪৬৪ জন।

মানবিক বিভাগ থেকে পাস করেছে সবচেয়ে কম। পাসের হার ৫৭ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৩ জন। মোট ৪ লাখ ৪৪ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন।

অপরদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ লাখ ৮০ হাজার ৩২৯ জন অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ১ হাজার ৬২৮ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭২২ জন শিক্ষার্থী।

এসএ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।