জয় দিয়ে লিগ শুরু ম্যানইউ`র


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৯ আগস্ট ২০১৫

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। আত্মঘাতি গোলের সুবাদে টটেনহামের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ওয়েন রুনিরা।

ইউনাইটেডের গেলো মৌসুম শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গেলো মৌসুমের পুনরাবৃত্তি এবার হতে দেয়নি রুনি-শোয়াইনস্টাইগাররা। যদিও ম্যাচের শুরুতে ইউনাইটেডের ডিফেন্স কাপিয়ে বেশ কিছু আক্রমণ করে টটেনহাম। গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয় ক্রিশ্চিয়ান এরিকসনকে। তবে দ্রুতই ম্যাচে ফেরে লুই ভ্যান হালের দল।

খেলার ২২ মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ওয়েইন রুনিকে বাধা দিতে গিয়ে, নিজের জালেই বল পাঠান স্পার ডিফেন্ডার কাইল ওয়াকার। ফলে ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে গোলের আশায় দু দলই বেশ কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু তাদের কোনোটিই জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।