সাত দিনে দশ টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ১২ আগস্ট ২০১৮

দুয়ারে দাঁড়িয়ে কোরবানি ঈদ। নানা আয়োজন নিয়ে সাজছে দেশীয় টিভি চ্যানেলগুলো। দর্শকদের বিনোদিত করতে চেষ্টার ত্রুটি রাখতে চাইছে না কেউ। সেই ধারাবাহিকতায় চ্যানেল আই করেছে বিশেষ এক আয়োজন।

জনপ্রিয় নির্মাতাদের ১০টি টেলিফিল্ম নিয়ে হাজির হচ্ছে চ্যানেলটি। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত। তারমধ্যে ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘মিঠাইমণ্ডা’। এর মূল গল্প মইনুল খানের। পরিচালনায় সাইদুর রহমান রাসেল। এতে অভিনয় করেছেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ, মামুনুর রশিদ, হিমি, আল মনসুর, তারিক স্বপন, মোমেনা চৌধুরী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে টেলিফিল্ম ‘গল্পটি হতেও পারতো ভালোবাসার’। প্রচার সময় ২টা ৩০ মিনিটে। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে মেহজাবিন চৌধুরী, জোভান, আবুল হায়াত প্রমুখ।

ঈদের তৃতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘হিটলারের মৃত্যু চাই’। রচনা ও পরিচালনায় আরিফ রহমান। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, ফারুক আহমেদ, আবদুল­াহ রানা, সোহেল খান, সুমন পাটওয়ারী, তারিক স্বপন প্রমুখ। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি ‘আমি বিবাহ করিবো না’। রচনা শফিকুর রহমান শান্তনু ও পরিচালনায় জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন এতে জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ।

ঈদের চতুর্থ দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রেম নয়, তার চেয়েও বেশি কিছু’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে এ কে আজাদ, সারওয়াত আজাদ বৃষ্টি, কচি খন্দকার প্রমুখ। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বৃষ্টি ভেজা ঘর’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে ইরেশ জাকের, রিয়াজ আহমেদ, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে টেলিফিল্ম ‘ভুলে ভরা গল্প’। এটি প্রচার হবে বিকেল ২টা ৩৫ মিনিটে। এর রচনায় বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, মৌসুমী, আনিসুর রহমান মিলন প্রমুখ। ওইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘আবার এলো যে সন্ধ্যা’। রচনা মাসুম শাহরিয়ার এবং পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মীম মানতাশা, ওয়াসেক, মিশু সাব্বির, আবুল হায়াত, দিলারা জামান, তারিক আনাম খান, মামুনুর রশিদ প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘গৃহভৃত্য’। রচনায় মেজবাহউদ্দিন সুমন ও পরিচালনায় তানিয়া আহমেদ। এতে অভিনয় করেছেন তারিন, আহসান হাবীব নাসিম, মামুনুর রশিদ, খায়রুল আলম সবুজ, শাহেদ আলী প্রমুখ।

‘কলুর বলদ-২’ টেলিফিল্মটি প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনায় সাজ্জাদ সুমন। এতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, ফারহানা মিলি, রিফাত চৌধুরী, হিমি হাফিজ, তারিক স্বপন, কচি খন্দকার প্রমুখ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।