কিডনি রোগ বিষয়ক সেমিনার ১৩ আগস্ট


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৮ আগস্ট ২০১৫

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘কিডনি রোগ প্রতিরোধ এবং কিডনি দান ও প্রতিস্থাপন’ শীর্ষক এক সেমিনার আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
 
‘সেভ লাইফ ফাউন্ডেশন’ এবং ‘গিফট লাইফ ফাউন্ডেশন’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করছে।

রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠন দু’টির আহ্বায়ক ডা. সোহেলী আহমেদ সুইটি।

দেশ-বিদেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞরা এই সেমিনারে অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

‘সেভ লাইফ ফাউন্ডেশন’ এবং ‘গিফট লাইফ ফাউন্ডেশন’-এর উপদেষ্টা জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, মোহন ফাউন্ডেশনের ডা. সুনীল শ্রুফ, প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. রশিদ প্রমুখ এই সেমিনারে অংশ নেবেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।