গুজবে কান দিবেন না : জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৫ আগস্ট ২০১৮

কয়েক মাস আগেই থেকেই জাহিদ হাসানের নিয়ন্ত্রণে নেই তার ফেসবুক আইডি। গণমাধ্যমে প্রকাশও হয়েছিল তার ফেসবুক আইডি হ্যাকড হওয়ার সংবাদ। এখন তার ফেসবুক আইডি থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছেন জাহিদ হাসান। তার হারানো ফেসবুক আইডি থেকে ছড়ানো এই সব গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন এই অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘আমার ফেসবুক আইডিটা গত জুনের শেষ দিকে হ্যাকড হয়েছে। এ ব্যাপারে আমি গত ২ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ দায়ের করেছি। এই আইডিতে আমি ঢুকতেও পারছি না, কিছু বলতেও পারছি না। অনেকেই আমাকে জানিয়েছেন, এই আইডি থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এসব গুজবে কান দিবেন না।’

বর্তমানে ঈদের নাটক টেলিছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাহিদ হাসান। ঢাকা বাইরে শুটিং করছেন তিনি।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।