কলকাতায় মুক্তি পেল পরমব্রত-অপর্ণার ‘ভুবন মাঝি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৪ আগস্ট ২০১৮

বাংলাদেশে মুক্তির প্রায় দেড় বছর পর কলকাতায় ৩ আগস্ট মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’ ছবিটি। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খান। ছবিটি কলকাতা, আগরতলা ও আসামসহ বেশ কিছু স্থানে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

গত ২০ এপ্রিল ভারতে ‘ভুবন মাঝি’ সেন্সর ছাড়পত্র পায়। ছবিটি মুক্তির পর অনেক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রসংশিত হয়েছে। এবার কলকাতার দর্শকরা দেখছেন এটি। কলকাতায় ছবিটি মুক্তির প্রসঙ্গে ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমার এই ছবির সংগীত পরিচালনা করেছেন প্রয়াত সংগীত ব্যক্তিত্ব কালিকা প্রসাদ। তার স্বপ্ন ছিল কলকাতায় ছবিটি মুক্তির। এ ছাড়াও আমার নিজেরও ইচ্ছে ছিল। ভাবতে ভালো লাগছে কালিকা প্রসাদের স্বপ্নকে পূরণ করতে পারছি।’

অপর্ণা ঘোষ বলেন,‘ভুবন মাঝি যখন বাংলাদেশে মুক্তি পায় তখন আমাকে অনেকেই বলতেন ‘ভারতে ছবিটি মুক্তি পাবে কি না? তাদের দেখার একটা আগ্রহ ছিল। তা ছাড়া এই ছবিতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় আছেন। সংগীত পরিচালনা করেছেন কালিকাদা (প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য)। কালিকাদারও একটা বড় দর্শক আছেন কলকাতায়।’

ফাখরুল আরেফীন খান নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটিতে আরও অভিনয় করেছন মাজনুন মিজান, নওশাবা আহমেদ, সুষমা সরকার, মামুনুর রশীদ প্রমুখ। একজন সাধারণ সংগ্রামী মানুষের বিদ্রোহী হয়ে ওঠার গল্প ‘ভুবন মাঝি’। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।