নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা সিনেমা হলে বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩১ জুলাই ২০১৮

একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি বাস।

মঙ্গলবার সকাল দশটায় বাসটি সিনেমা হলের সামনের অংশ ভেতরে ঢুকে যায়। এ সময় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে সিনেমা হলের তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।

মধুমিতা হলের কর্মচারি রবিন জাগো নিউজকে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হলের সামনের পিলারে এসে ধাক্কা মারে। আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে। সিনেমা হলের তেমন কোনো ক্ষতি হয়নি। এরই মধ্যে সেখান থেকে বাস সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।