রামুতে নদীতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৭ আগস্ট ২০১৫

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশু মারা গেছে।  এসময় আরও দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালংস্থ রেজুখালের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মেহেদী হাসান (৭) স্থানীয় আবুল কালামের ছেলে।

অন্য দুই শিশু হলো, একই এলাকার এসএম ফরিদ আলমের ছেলে মোহাম্মদ তানিম (৭) ও মোহাম্মদ মাহবুবের ছেলে মোহাম্মদ রনি (৮)।

স্থানীয়রা জানান, তিন শিশু একত্রে রেজুখালে মাছ ধরছিল।  আকস্মিকভাবে তিনজনই পানিতে তলিয়ে যায়।  ওই সময় স্থানীয় শিশুদের চিৎকার শুনে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।  একজন পানিতে তলিয়ে যায়।

এরপর কক্সবাজারস্থ দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবদুল মজিদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়।  পরে বিকেল ৩টায় মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।