আগস্টে মুক্তি পাবে সায়রার ‘জন্মভূমি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৮

মডেল ও অভিনেত্রী সায়রা আকতার প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রসূন রহমানের পরিচালনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্মিত এ চলচ্চিত্রের নাম ‘জন্মভূমি’। মুক্তির প্রহর গুনছে চলচ্চিত্রটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি আগস্ট মাসেই মুক্তি পাবে বলে জানা গেছে।

সায়রা বলেন, সোফিয়া নামে একটি অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে কাজ করেছি এ ছবিতে। রোহিঙ্গা শরণার্থী শিবির ক্যাম্পে এর শুটিং হয়েছে। আমার বিপরীতে ছিলেন রওনক হাসান ভাই। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ছিলেন আমার পছন্দের পরিচালক। আর তার সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন প্রসূন রহমান ভাই। তাই এ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা ছিল সত্যিই আলাদা।’

ছবিতে প্রেম ও মানবতার গল্প আছে বলে জানিয়েছেন অভিনেতা রওনক হাসান। ছবির গল্পে দেখা যাবে, রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন রওনক হাসান। তিনি বাংলাদেশে প্রায় ১০ বছর আগেই মিয়ানমার থেকে পালিয়ে আসেন। সায়রার সঙ্গে তার পরিচয় রাহিঙ্গা ক্যাম্পে।

ছবিটি সম্পর্কে পরিচালক প্রসূন রহমান বলেন, ‘ছবির গল্পে মানবতা আছে। একজন রোহিঙ্গা প্রেগনেন্ট মেয়ের গল্প আছে ছবিতে।রোহিঙ্গাদের নিয়ে অনেক প্রামাণ্যচিত্র হয়েছে। আমি চেয়েছিলাম রোহিঙ্গাদের নিয়ে গভীর কিছু চিন্তা করতে। তাই ছবিটি নির্মাণ করেছি।’

আইএন/এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।