শতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৬ জুলাই ২০১৮

অবশেষে আগামীকাল শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’। কলকাতার এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। সারা দেশে ১০৯টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এখানে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করেছেন বিষয়টি।

অনন্য মামুন বলেন, ‘ আমাদের টার্গেট ছিল প্রথম সপ্তাহে ৮০’র মতো হলে মুক্তি দেওয়া। কিন্তু হল মালিকদের আগ্রহের কারণে বেড়েছে হল সংখ্য। এরই মধ্যে ১০৯টি হল চূড়ান্ত হয়েছে।’ জানা গেছে, ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি, পূরবী এসবগুলোতে চলবে ‘ভাইজান এলো রে’।

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। আরও অভিনয় আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।