তাহাদের ‘সুবোধ’
ছোট পর্দার এই সময়ের দুই জনপ্রিয় তারকা কল্যাণ কোরাইয়া ও কাজী নওসাবা। একটি ভিন্নধর্মী গল্পের নাটকে এক হয়েছেন তারা। সুবোধ শব্দটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। আর এই নামেই নির্মিত হচ্ছে নাটকটি। এখানে সুবোধের চরিত্রে পাওয়া যাবে কল্যাণ কোরাইয়াকে অন্যদিকে একটি ডিয়ারিং টাইপের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নওসাবা। গ্রাম থেকে ঢাকাতে এসে নানা অপরাধে জড়িয়ে যায় সে।
এছাড়া একটি পরিবারের গল্প উঠে আসবে নাটকটিতে। সাধারণ চাকরি করা এক যুবক ও তার অসুস্থ বাবার গল্প দেখানো হবে এই নাটকে। দেখা যাবে, এই সাধারণ ছেলেটির সঙ্গে এক বড়লোকের মেয়ের ভালোবাসার গল্প। আরও বেশ কিছু চমক থাকছে এই নাটকে। এমনটাই জানিয়েছেন নাটকটির নির্মাতা মামুন খান।
কল্যাণ কোরাইয়া ও কাজী নওশাবা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতু প্রমুখ। কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নাটকটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এস জেড আর সরকার। সুবোধ নাটকটির গল্প লিখেছেন উদয় অনির্বান।নাটকটি রচনা করেছেন শুভ্র সরখেল।
নাটকটি প্রসঙ্গে কারুকাজ প্রোডাকশনের কর্ণধার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু বলেন, 'সুবোধের গল্পটি খুবই চমৎকার। পরিচালকও পূূর্বের কাজগুলি দ্বারা তার যোগ্যতা তিনি প্রমাণ করেছেন। সব কাজই তো নিজে করলে চলবে না, ভাই-বন্ধু-সহকারীদেরকে দিয়েও তো কাজ করাতে হবে, সে ধারাবাহিকতায় এ কাজটি আমার বন্ধু এবং সহকারী মামুন খান এটি নির্মাণ করছেন।'
সুবোধ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, 'এই নাটকে মিথিলা চরিত্রে অভিনয় করেছি আমি। একজন মেয় গ্রাম থেকে শহরে এসে সারভাইভ করতে না পেরে খারাপ তথা ছিনতাইসহ নানারকম অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে, এরকম চরিত্রে এর আগে অভিনয় করিনি। সুবোধ একটি সামাজিক গল্পের নাটক। এখানে চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'
নাটকটির বিষয়ে কল্যাণ কোরাইয়া বলেন, 'নাটকটির নাম সুবোধ। নামেই ভালো কিছু বোধের আভাস আছে। গল্পটাও একটু ভিন্ন। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারে নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।'
নির্মাতা মামুন খান জানান, ২৩ জুলাই থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সুবোধের দৃশ্যায়নের কাজ করা হচ্ছে। নাটকটি আসছে ঈদুল আজহায় টেলিভিশনে প্রচার হবে।
এমএবি/এলএ/পিআর