আবদুল্লাহ আবু সায়ীদের গল্পের নায়িকা মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ জুলাই ২০১৮

ছোট ও বড়পর্দায় নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। জয় করেছেন জাতীয় পুরস্কার এবং দর্শকের মন। গুনি এই অভিনেত্রী আবদুল্লাহ আবু সায়ীদের গল্পের নায়িকা হয়েছেন। রুবিরন নামের গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পের সঙ্গে মিল রেখে টেলিছবির নামও রাখা হয়েছে রুবিরন। টেলিছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মাহফুজুল হক ও মাইনুল হাস

২৫ জুলাই আলোকিত মানুষ গড়ার কারিগর আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই এর বিশেষ আয়োজন হিসেবেই তার গল্প নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘রুবিরন’ প্রচার করা হবে। ২৫ জুলাই বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে নাটকটি।

মৌসুমী বলেন, ‘সায়ীদ স্যারের গল্পে প্রথম অভিনয় করেছি এই টেলিছবিতে। চমৎকার একটি গল্প। এতে সমাজের জন্য কল্যাণকর একটি মেসেজ আছে। এ ধরনের গল্পে কাজ করে ভালো লাগে। মনে হয় অভিনয় জীবনে পূর্ণতা পাই। রুবিরন নিঃসন্দেহে দর্শকের ভালো লাগবে।’

গৃহকর্ত্রীর সামান্য ভুলে একজন গৃহকর্মীর পতিতায় রূপান্তরিত হওয়ার গল্প এই টেলিছবিতে দেখানো হয়েছে টেলিছবিতে।রুবিরনে আরও অভিনয় করেছেন—শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল প্রমুখ।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।