মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৬ আগস্ট ২০১৫

দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থার  আঞ্চলিক ফোরামের (আসিয়ান) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

বুধবার দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।  

বৈঠক শেষে মাহমুদ আলী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্জ ব্রেন্ডে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং এবং জাপানের উপ-পররাষ্ট্র মন্ত্রী মিনরো কিউচি এর সঙ্গেও বৈঠক করেন।

বৃহস্পতিবার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।  বৈঠক শেষে আজ বিকেলে মালয়েশিয়া সময় বিকেল ৭টায় কুয়ালালামপুরের হোটেল ইস্তানার বলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।