প্রাণ আপ মাদকবিরোধী কনসার্ট মাতালেন এফ এ সুমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ জুলাই ২০১৮

যে মুখে ডাকি মা, সে মুখে মাদক কে বলি না, এই স্লোগান সামনে রেখে প্রাণ আপ এবং ভিশন এর সহযোগিতায় ১৩ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল মাদকবিরোধী কনসার্ট। কনসার্ট এ গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, মনির হোসেন ও দোলা। একের পর এক গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন তারা। গান গাওয়ার পাশাপাশি দেশের সকল জনতাকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান শিল্পীরা।

মিরাক্কেল খ্যাত পাভেল এর উপস্থাপনায় কনসার্ট এ উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মো. ইসলাম চাকলাদার রেন্টু, অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও ছিল ভৈরব সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর গান এবং নাচ পরিবেশনা।

SUMON-HOME

কণ্ঠশিল্পী এফএ সুমন বলেন, ‘নানা ধরনের নেশা আমাদের তরুণ সমাজকে ধ্বংশ করে দিচ্ছে তিলে তিলে। আগামী দিনের দেশের ভবিষ্যৎ প্রজন্ম মাদকাসক্ত হয়ে চলে যাচ্ছে অন্ধকারের পথে। তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক কে বলি না’ প্রাণ আপ এর এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে। চলুন সবাই মাদককে না বলি।’

প্রাণ আপ এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস বলেন, ‘প্রাণ আপ সব সময় ই চায় মাদক এর কুফল সম্পর্কে মানুষ কে সচেতন করতে। তারই ধারাবাহিকতায় শিশু নির্যাতনবিরোধী কনসার্ট এর পর এখন মাদকবিরোধী কনসার্ট নিয়ে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠান করা হচ্ছে। সাত হাজারেরও বেশি দর্শক এদিন মেয়র এর সাথে মাদক থেকে দূরে থাকার শপথ গ্রহণ করেন।’

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।