জাজের প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে অমিতাভ রেজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৫ জুলাই ২০১৮

প্রথম ছবি ‘আয়নাবাজি’ দিয়ে বাজিমাত করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। সেই ছবিতে চঞ্চল-নাবিলার অভিনয় যেমন দর্শককে বিনোদিত করেছে, তেমনি নির্মাণের মুন্সিয়ানায় অমিতাভ ছড়িয়েছেন মুগ্ধতা। ছবিটি সেরা অভিনেতাসহ বেশ কিছু ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছে।

প্রথম ছবি মুক্তির দুই বছর পেরিয়ে গেলেও নতুন ছবি হলে নেই তার। মাঝখানে ঘোষণা এসেছে ‘রিকশা গার্ল’ নামে একটি ছবি করতে যাচ্ছেন তিনি। কিন্তু সেটির আপডেট মেলেনি আর। শোনা যাচ্ছিলো, অমিতাভ তার আরও একটি নতুন ছবির জন্য শাকিব খানকে নিতে চাইছিলেন। নায়কের শিডিউল মিলছিলো না বলেই ছিলো প্রতীক্ষা। তবে সব কথার অবসান ঘটিয়ে এলো তার নতুন আরেক ছবির ঘোষণা।

শিগগিরই সেটি নির্মাণে হাত দিচ্ছেন অমিতাভ রেজা। ছবির নাম ‘পুনরুজ্জীবন’। এটি প্রযোজনা করছে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজের ফেসবুক পেজে অমিতাভ রেজা ও জাজ কর্ণধার আব্দুল আজিজের ছবি পোস্ট করে এই তথ্যই নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়, ‘ফাইনাল হলো গ্রেট ডিরেক্টর অমিতাভ রেজা ভাইয়ের সাথে। ছবির নাম ‘পুনরুজ্জীবন’। রচনা ও পরিচালনায় অমিতাভ রেজা। বাকি ঘোষণা আসছে, ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্যমে।’

জাজ প্রধান আব্দুল আজিজ জাগো নিউজকে বলেন, ‘অমিতাভ রেজা তার নতুন ছবিতেও ধামাকা নিয়ে হাজির হবেন। দারুণ একটি গল্প তিনি বাছাই করেছেন। এর নায়ক-নায়িকা এখনো নির্বাচন করা হয়নি। সেখানেও দর্শকদের জন্য চমক থাকছে।’

অমিতাভ রেজা জাগো নিউজকে জানান, ‘প্রস্তুতি চলছে। এখনো চূড়ান্ত হয়নি কিছু। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমার ইচ্ছে আছে ফেব্রুয়ারিতেই ছবিটির শুটিং শুরু করার।’

সেইসঙ্গে তিনি জানালেন তার দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’র খবর। অমিতাভ বলেন, ‘ওই ছবিটির জন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে। অক্টোবরেই কাজ শুরু করবো। সম্ভব হলে চলতি বছরেই মুক্তি পাবে ‘রিকাশা গার্ল।’

একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ইন্ডাস্ট্রিতে আগমন অমিতাভ রেজার। তার হাত ধরে অনেক নতুন মুখ তারকাখ্যাতি পেয়ে শোবিজে প্রতিষ্ঠিত হয়েছেন। বেশ কিছু নাটক-টেলিছবিতেও তিনি দেখিয়েছেন তার নির্মাণের মুন্সিয়ানা। আর ২০১৬ সালে ‘আয়নাবাজি’ মুক্তি দিয়ে প্রথম ছবিতেও সফল নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।