সন্ত্রাস থেকে হয় মাদক ব্যবসায়ী : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ঝুট থেকে সন্ত্রাস হয় আর সন্ত্রাস থেকে হয় মাদক ব্যবসায়ী। ঝুট দেয়া বন্ধ হলে সন্ত্রাস ও মাদক কমে আসবে। যেহেতু ঝুটের কারণে সন্ত্রাস হয় তাহলে ঝুট অন্যভাবে বিক্রি করার ব্যবস্থা করতে হবে।
বুধবার বিকেলে ফতুল্লার পাঁচটি ১৮ কোটি টাকার ড্রেনসহ আরসিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঝুটের ব্যবসা করতে হলে লাইসেন্স করতে হবে। যাদের লাইসেন্স রয়েছে তাদের পোশাক কারখানার ঝুট দেয়া হবে। সন্ত্রাসী আর মাদক ব্যবসায়ীকে ঝুট দেয়া বন্ধ করে দেয়া হবে। ঝুট সন্ত্রাসীদের দমন করতে নতুন পন্থা বের করতে হবে।
সন্ত্রাস ও চাঁদাবাজদের কিভাবে দমন করা যায়। এতেও যদি কোন সমাধান না হয় তাহলে সেপ্টেম্বরের পর আমার আসল রুপ দেখবেন। এখন শামীম ওসমান হিসাবে কাজ করছি সেপ্টেম্বরের পর সাংসদ হিসাবে কাজ করবো। আমিও দেখবো সন্ত্রাস আর মাদক ব্যবসায়ীরা কতটুকু ক্ষমতাধর।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রমুখ।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি