সরে দাঁড়ালেন বুবলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৪ জুলাই ২০১৮

বেশ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২৬ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলে মহরত অনুষ্ঠিত হয়েছিলো 'একটি প্রেম দরকার,মাননীয় সরকার' ছবিটির। শাকিব খানের বিপরীতে এ ছবিতে বুবলীর অভিনয় করার কথা ছিল। হঠাৎ করেই জানা গেলে ছবিটিতে অভিনয় করবেন না বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত শাহিন সুমন পরিচালিত এ ছবিটি থেকে বুবলী স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছেন।

ছবি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেখুন, আমি সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি আর তাই কাজ একটু কম করতে চাই। 'একটি প্রেম দরকার, মাননীয় সরকার' ছবিটি থেকে আমি নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার বিশেষ এবং অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই 'একটি প্রেম দরকার, মাননীয় সরকার' ছবিটি আমি করছি না।

বুবলী আরও বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান তাই তাদের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই।‘

এদিকে গত ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলী অভিনীত 'চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া' ছবিটি। ছবিটি প্রযোজনা করেছিল শাপলা মিডিয়া। বর্তমানে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে 'ক্যাপ্টেন খান' ছবির শুটিং করছেন বুবলী।

আইএন/এমএবি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।