বিশ্বসাহিত্য কেন্দ্রে ১১ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৭ জুন ২০১৮

বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে ১১ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। মঙ্গলবার (২৬ জুন) বিকেল ৫ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে এই চিত্র প্রর্দশনী উদ্বোধন করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পোলিশ ইনস্টিটিউশন নিউ দিল্লির আয়োজনে এ প্রর্দশনীটি চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত।

BSK1

জার্মান ন্যাৎসি বাহিনী কর্তৃক পোল্যান্ডের রাজধানী ওয়ারশো ধ্বংস, সাধারণ মানুষের উপর নির্যাতন, পরে সাধারণ মানুষের প্রচেষ্টায় রাজধানী পুনর্গঠনের চিত্র ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।

চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও অনারারি কনসাল অব দ্য রিপাবলিক অব প্যোলান্ড ইন ঢাকা, বাংলাদেশ, রেশাদুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্ট্রি, বিশিষ্ট লেখক ও গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী জামাল আহমেদ এবং পোলিশ ইনস্টিটিউট নিউ দিল্লির ভিজ্যুয়াল আর্ট স্পেশালিস্ট অ্যানেটা সুইচিক্কা।

BSK1

উল্লেখ্য, চিত্র প্রর্দশনী উদ্বোধনের পর বিশ্বসাহিত্য কেন্দ্রের চলচ্চিত্র মিলনায়তনে ‘ওয়ারশো আপরাইজিং’ শিরোনামে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।