টিভিতে মুক্তি পাচ্ছে ফেরদৌস-নিপুনের সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৭ জুন ২০১৮

মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। ফেরদৌস-নিপুন জুটির ছবিটি ২০১৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পায়। অরূপ রতন চৌধুরীর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় মাদকের কুফল নির্ভর চলচ্চিত্রটি তখন দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

এরপর বিকল্প মাধ্যমেও সারা দেশে সিনেমাটি প্রদর্শন করা হয়েছে। এবার টেলিভিশনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। চ্যানেল আইতে বৃহস্পতিবার (২৮ জুন) বিকেল ৩টা ৫ মিনিটে ‘স্বর্গ থেকে নরক’ এর প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

ছবিটিতে ফেরদৌস-নিপুন ছাড়াও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শর্মিলী আহমেদ প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটির কাহিনীতে দেখা যাবে- একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেখা হয় ফেরদৌস এবং নিপুনের। সেখান থেকেই প্রেম-পরিণয়।

এক পর্যায়ে ছেলেটি মাদকের নেশা কাটিয়ে উঠলেও মেয়েটি কেটে উঠতে পারে না। এরপর থেকে ছেলেটির চেষ্টা থাকে মেয়েটির আসক্তি কিভাবে কাটানো যায়।

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।