দেশ বিদেশে রান্নায় কেকা ফেরদৌসী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ জুন ২০১৮

টেলিভিশনে একটানা ২৫ বছর রান্না বিষয়ক অনুষ্ঠান করে আসছেন কেকা ফেরদৌসী। রান্না বিষয়ক অনুষ্ঠানের জন্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সময়ের স্রোতে কেকা ফেরদৌসীর জনপ্রিয়তা বেড়েছে বৈ কমেনি একচুলও।

তার অনুষ্ঠান মানেই নানা পদের মুখরোচক খাবারের আয়োজন। সেই ধারাবাহিকতায় কেকা ফেরদৌসী হাজির হচ্ছেন নতুন আয়োজন নিয়ে। যেখানে দেখা যাবে দেশের বিভিন্ন জেলার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে রান্না।

বিজ্ঞাপন

কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় রান্নাবিষয়ক এই অনুষ্ঠানের নাম ‘দেশ বিদেশে রান্না’। অনুষ্ঠানে দেখানো হয় দেশের বিভিন্ন জেলার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে তাদের আঞ্চলিক খাবার রান্না ও পরিবেশন এবং বিদেশে অবস্থানরত বাঙালি রন্ধনশিল্পীরা কিভাবে বিদেশে দেশীয় রান্না করেন ও পরিবেশন করেন।

এটি প্রচার হবে ২৭ জুন বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।