পোড়ামন ২ : পাঁচ হলেই প্রায় কোটি টাকার টিকিট বিক্রি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৫ জুন ২০১৮

সপ্তাহ শেষে জানা গেল পোড়ামন ২ সিনেমার কয়েটি হলের হল রিপোর্ট। মাত্র পাঁচ সিনেমা হল থেকেই ৭ দিনে প্রায় কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। এর মধ্যে জানা গেছে বলাকা হলে ৭ দিনে টিকিট নেট সেল ছিল ১১ লাখ ৯৪ হাজার ৩৫ টাকা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে সিনেমাটি গ্রস সেল হিসাব।

সেখানে দেখা যাচ্ছে মাত্র ৫টি সিনেমা হলে ৭ দিনে সিনেমাটির টিকিটের গ্রস সেল হয়েছে ৯২ লাখ ৪৮ হাজার ২১৮ টাকা। গ্রস সেল রিপোর্ট হিসেবে কোন হলে কত টাকা আয় করেছে সিনেমাটি দেখে নেওয়া যাক- বলাকা : ২৮,৩২,২৬৮ টাকা, স্টার সিনেপ্লেক্স : ৯,৭৭,১৫০ টাকা, যমুনা ব্লকবাস্টার : ৩৫,২৮,৪০০ টাকা, শ্যামলী : ১৪,৫৯,৯৫০ টাকা, বর্ষা (গাজীপুর) : ৪,৫০,৪৫০ টাকা।

বিজ্ঞাপন

জাজের দাবি, এটা একটা রেকর্ড । পোড়ামন ২ প্রথম ৭ দিন রেকর্ড পরিমাণ সেল করেছে। ঈদ উপলক্ষে মোট ২২টি হলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিটি। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারাসহ আরও অনেকে।

ঈদের দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে চলছে অলটাইম নিবেদিত ছবিটি। এখনও সমান তালেই দর্শক উপভোগ করছেন ‘পোড়ামন ২’। আজকাল অধিকাংশ ছবিই মুক্তির পর দেখা যায় নেই ছবির লগ্নিকৃত টাকা উঠে আসছে না। সেই দিক থেকে বলা যায় ব্যবসার দিকে থেকেও চমক দেখিয়েছে ছবিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।