রাবিতে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতার নামে মামলা


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৩ আগস্ট ২০১৫

ছিনতায়ের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ কৌশিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন রেজা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী সুমন রেজা বলেন, `আমি রোবরার রাতে মুন্নজান হলের সামনে বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। তখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইছার আহমেদ কৌশিকসহ চারজন আমার সামনে আসে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে কৌশিক আমার কাছ মোবাইল, মানিব্যাগ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছিনিয়ে নেয়। এ সময় আমাকে মারধরও করে তারা। মানিব্যাগে পাঁচ হাজার টাকা ছিলো বলেও জানান তিনি।

অভিযোগটি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাউছার আহমেদ কৌশিক।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব এ বিষয়ে তার জানা নেই বলে জানান।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, অপহরণকারী, ছিনতাইকারী, চোর-ছেঁচড়ার কোনো স্থান ছাত্রলীগে নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খোঁজ নিয়ে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ছিনতাই বা মারধরের ঘটনা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। পুলিশকে নির্দেশনা দেয়া রয়েছে। ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সুমন বাদী হয়ে কৌশিককে প্রধান আসামি করে অজ্ঞাত তিনজনসহ মোট চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।