ট্রেলারেই নকলের অভিযোগে ব্ল্যাকমেইল (ভিডিও)
বছরের আলোচিত ছবি অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে ছবিটি ভারতীয় ছবির নকল। বিশেষ করে সোসাল মিডিয়ায় তোলপাড় চলছে বিষয়টি নিয়ে।
ট্রেলারের দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুণ্ডে’র দৃশ্যের সাথে মিলে যায়।
রবিবার প্রকাশিত ‘ব্ল্যাকমেইল’ ছবির ট্রেলারে দেখা যায়, রেলওয়ের একটি মালবাহি বগি থেকে লাফিয়ে বেড়িয়ে আসে দুটি কিশোরী। কিছুক্ষণ পর তারা একটি শিপ ইয়ার্ডে ঘুরে বেড়াতে থাকে। এক পর্যায়ে তারা একটি খাবারের দোকানে হাজির হয়। এরই মধ্যে দুই কিশোরি প্রাপ্ত বয়স্ক নারী হিসেবে আর্বিভূত হয়।
এদিকে, ট্রেলারে প্রদর্শিত এই দৃশ্যগুলো ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘গুণ্ডে’র সঙ্গে মিলে গেছে হুবহু। অমিল এতটুকুই, সেই ছবিতে দুজন নারীর জায়গায় ছিলো দু’জন পুরুষ।
এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, ট্রেলারটিতে যেহেতু নকলের গন্ধ পাওয়া যাচ্ছে, সে হিসেবে ছবির গল্প ও চিত্রায়ণেও তার ছাপ থাকবে। অর্থাৎ, নতুন আর ব্যতিক্রম ছবির গালগল্প শুনিয়ে অনন্য মামুন ‘ব্ল্যাকমেইল’ শিরোনামের আড়ালে নকল ছবি দিয়ে দর্শকদেরও ব্ল্যাকমেইল করতে চলেছেন।
এ বিষয়ে কথা বলতে অনন্য মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলগুলো বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবির কিছু অংশ সংশোধন করে তবেই ছাড়পত্র মিলেছে।
ছবিতে মূল দুই নারী চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ ও অ্যাবশন কন্যা খ্যাত ববি। তাদের সাথে নায়ক হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন।
এলএ/পিআর