৮৫৭টি পর্নসাইট বন্ধের নির্দেশে তোলপাড়!
ভারতে ৮৫৭টি পর্নগ্রাফি সাইট বন্ধ করার জন্য টেলিকম অপরেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্র সরকার। জানা গেছে, গেল সপ্তাহেই এই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গেছে টেলিকম দফতরের কাছে।
সেই নির্দেশ পেয়ে ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডাররা পর্নহাব, ব্রিজার্সের মত জনপ্রিয় পর্ন সাইটগুলো বন্ধ করতে শুরু করে দিয়েছে।
এমটিএনএল, বিএসএনএল ও এসিটি ব্রন্ডব্যান্ডের ইউসারদের অভিযোগ তাদের সিস্টেমে আর খুলছে না পর্ন ওয়েবসাইটগুলি। যদিও এখনো এয়ারটেল, টাটা ফোটন ও কেবল ইন্টারনেট ইউজারদের এই সমস্যার সম্মুখীন হতে হয়নি।
যদিও কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়া ভরে গেছে ব্যঙ্গ-সমালোচনায়। তারমধ্যে যোগ দিয়েছেন বলিউডের তারকারাও। এই যেমন প্রখ্যাত চিত্রপরিচালক রাম গোপাল বার্মা একের পর এক শ্লেষাত্মক টুইট করে বিরোধিতা করেছেন পর্নসাইট ব্লক করার সিদ্ধান্তকে।
এই বছর জুলাইয়েই সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী পর্নসাইট বিশেষত, শিশু পর্নগ্রাফি সাইট গুলি বন্ধ করার আশ্বাস দিয়েছিল কেন্দ্র সরকার।
এলএ/এমএস