আমিরের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৩ আগস্ট ২০১৫

বলিউডের সুপারহিট ছবি ‘পিকে’তে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। আর অভিযোগটি উঠেছে ছবির অভিনেতা আমির খানের বিরুদ্ধে।  

এর আগে খাকি উর্দিধারীদের সম্পর্কে অবমাননাকর শব্দ ‘থুল্লা’ ব্যবহারের অভিযোগ উঠেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিলালের বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠেছে আমির খানের বিরুদ্ধে।

২০১৪-এ মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘পিকে’-তে এই শব্দটি ব্যবহার করেছিলেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির। এইধরণের শব্দ প্রয়োগ করার কারণেই আমিরের বিরুদ্ধে নয়া অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেছেন ছোট দৈর্ঘ্যের সিনেমার চিত্রপরিচালক উল্লাস।

উল্লেখ্য, গত জুলাই মাসে কেজরিলাল একটি হিন্দি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির পুলিশকর্মীদের সম্পর্কে ‘থুল্লা’ শব্দটি প্রয়োগ করেছিলেন। সাধারণত, একজন পুলিশকর্মীকে গালিগালাজ করে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অপমানজনক শব্দ ব্যবহারের অভিযোগে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাজপত নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক কনস্টেবল।

প্রসঙ্গত, ‘পিকে’ ছবিতে একটি দৃশ্যে আমির এক পুলিশ অফিসারের ক্ষেত্রে ‘থুল্লা’ শব্দটি প্রয়োগ করেছিলেন।

পরিচালক উল্লাস কেজরীবালের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, যদি এই ধরণের আপত্তিকর শব্দপ্রয়োগের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তবে আমিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে না কেন?  তিনি আরও বলেছেন, তার এই অভিযোগ থেকে যেন মনে না হয় তিনি আম আদমি পার্টির সদস্য।

তিনি আদতে তা নন। তিনি শুধু বলতে চেয়েছেন পুলিশের বিরুদ্ধে এই ধরণের মন্তব্যের জেরেই তার এই অভিযোগ।

এখন দেখা যাক, এই পুলিশি ঝামেলা থেকে আমির খান নিজেকে কিভাবে মুক্ত করেন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।