দাদা হয়েছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১১ জুন ২০১৮

বর্তমানে উমরাহ হজ পালন করতে সৌদি আরবে রয়েছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভাগ্যের কী দারুণ উপহার, যেদিন তিনি উমরাহ’র উদ্দেশ্যে দেশ ছাড়বেন সেদিনই পৃথিবীতে এলো তার নতুন বংশধর। একমাত্র পুত্রের ঘরে নাতির মুখ দেখে সৌদি গেলেন তিনি।

গেল ২৮ মে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়ের স্ত্রী ফারিয়া ফাতেহ। বর্তমানে মা ও ছেলে দুজনেই ভালো আছেন বলে জানিয়েছে ইলিয়াস কাঞ্চনের পরিবার। নবাগতের নাম রাখা হয়েছে ফাইজান।

তবে নাতির মুখ কাঞ্চন দেখেছেন আরও আগেই। তার একমাত্র কন্যা অনি এক কন্যার মা। এবার ছেলের ঘরের নাতিকে পেয়ে আনন্দ বাঁধভাঙা।

জানা গেছে, ঈদের আগেই উমরাহ শেষ করে দেশে ফিরবেন চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন।

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম হাজি আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন। তিনি ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এর পর বাংলা চলচ্চিত্র দেখতে পায় এক প্রবাদ পুরুষের জন্মলগ্ন। একে একে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি চিরদিনের মত বাংলা চলচ্চিত্র প্রেমীদের অন্তরে জায়গা করে নেন।

স্ত্রী জাহানার মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে চলেছেন এই অভিনেতা। গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন। এ আন্দোলনের দাবিতে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।