ঈশানা-সাগরের সিনেমাটিক ‘জনি পিটার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১০ জুন ২০১৮

অনলাইনের জন্য নির্মিত হয়েছে ওয়েব মুভি ‘জনি পিটার’। এতে অভিনয় করেছেন লাক্স তারকা ঈশানা খান। তার সঙ্গে রয়েছেন সাগর আহমেদ। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। এটি নির্মাণ করেছেন পরিচালক আহমেদ জিহাদ।

সম্প্রতি ইউটিউবে এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে আভাস মিলেছে, সিনেমাটিক আবহে ‘জনি পিটার’ নির্মাণ করা হয়েছে। নির্মাতা জিহাদ বলেন, ‘এটি শুধু অনলাইনেই মুক্তি দেওয়া হবে। তাই এটিকে আমরা ওয়েব মুভি বলছি।’

সাগর বলেন, ‘জনি পিটার’-এ নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। এতে আমাকে একজন পাগলের চরিত্রে অভিনয় করতে হয়েছে। যা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে আমি সর্বোচ্চ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করি দর্শকরা সন্তুষ্ট হবেন।

জনি পিটারের জন্ম পাগলাগারদে। বাকযন্ত্রে কোন সমস্যা না থাকা সত্ত্বেও জন্মের পর থেকে তিনি কথা বলেন না। কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে সে খুব দুর্লভ একটি রোগে আক্রান্ত। জনি যদি কোনো কারণে রেগে যায় তাহলে সে এমন কিছু করে ফেলতে পারেন যা কোনো সাধারণ মানুষ চিন্তাও করতে পারেন না।

এদিকে নিজের একটা থিসিস পেপারের জন্য জনিকে দুই মাসের জন্য পাগলাগারদ থেকে নিজের বাসায় নিয়ে আসেন মেঘ। ধীরে ধীরে বদলে যেতে থাকেন জনি। তারপর হঠাৎ করে ঘটে অঘটন।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জনি পিটার’। গল্পের জনি হচ্ছেন সাগর ও মেঘ হচ্ছে ঈশানা। এতে আরও অভিনয় করেছেন এহসানুর রহমান, দীপক কর্মকার, ফরহাদ লিমন জাহিন খন্দকার প্রমুখ। গান করেছেন বেলাল খান।

ঈদুল ফিতরের দশ দিন পর ‘জনি পিটার’ সাগর অ্যান্ড ব্রাদারসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।