তিশার হাত ধরে রাখলে সুস্থ থাকেন নিলয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১০ জুন ২০১৮

অদ্ভূত ও বিরল রোগে ভুগছেন নিলয় আলমগীর। সূর্য ডুবে যাওয়ার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। কখনো শরীর ঘামতে থাকে, কখনো খিঁচুনি হয় তার। কিন্তু তাসনুভা তিশার হাত ধরে রাখলে এর থেকে রেহাই মেলে নিলয়ের। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ টেলিছবি ‘নক্ষত্রের রাত’।

মেজবাহউদ্দীন সুমনের রচনা ও তানভীর তন্ময়ের পরিচালনায় বাংলাঢোল প্রযোজিত টেলিছবিটি তৈরি হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিন ও এয়ারটেল স্ক্রিনের জন্য। আগামী ১৬ জুন রাতে এটি উন্মুক্ত করা হবে।

‘নক্ষত্রের রাত’ সম্পর্কে অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘এ রকম চরিত্র এর আগে আর করিনি। সব মিলিয়ে এটি একটি ভালো কাজ। টেলিভিশনের পাশাপাশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবের জন্য নিয়মিত কাজ করছি। এর আগে রবি ও এয়ারটেলস্ক্রিনের জন্য ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ সিরিজের ‘জমিদার বাড়ি’ গল্পে অভিনয় করেছিলাম।’

নিলয় আরও জানান, ঈদে ‘নক্ষত্রের রাত’-এর পাশাপাশি তার আরও কিছু নাটক-টেলিছবি প্রচার হবে। এগুলোর পরিচালকের তালিকায় আছেন সালাউদ্দিন লাভলু, গোলাম সোহরাব দোদুল, ইমরাউল রাফাত, শ্রাবণী ফেরদৌস প্রমুখ।

‘নক্ষত্রের রাত’ নাটকের ট্রেলার: robiscreen.com/play/BsKcERv8kwE

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।