আবারও জায়েদ খানের নায়িকা মৌ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৯ জুন ২০১৮

শফিক হাসানের পরিচালনায় ‘বাহাদুরি’ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবারের মত আসতে চলেছেন চিত্রনায়ক জায়েদ খান ও নবাগত মৌ খান। সেই ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগেই নতুন করে খবরের শিরোনাম এই জুটি।

আর সেটি হয়েছে নতুন ছবিতে নতুন করে জুটি বাঁধার জন্যই। তাদের নতুন সিনেমার নাম ‘প্রতিহিংসার আগুন’। সিনেমাটি পরিচালনা করছেন এম এ আসলাম।

ছবিটির গল্পের প্রসঙ্গে অভিনেতা জায়েদ খান বলেন, ‘অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি হবে এটি। নাচ-গান-বিনোদন সবই আছে। এই ছবিতে দর্শক আমাকে একটু অন্যভাবে দেখতে পাবেন।’

পরিচারক জানান, ‘ঈদের পরে ছবিটির শুটিং শুরু কবরো আমারা। ছবিতে এই বছরে শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবার ইচ্ছা আছে সেই লক্ষে আমারা কাজ করবো।’

এ ছবিতে জায়েদ খান ও মৌ খান ছাড়া আরো অভিনয় করবেন, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডার প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।