শাকিব-বুবলীই সব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৯ জুন ২০১৮

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি। উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি তাদের এবারের ঈদের চমক হিসেবে পাবেন দর্শক। ঈদে শুধু বড় পর্দাতেই না, ছোট পর্দাতেও থাকছেন তারা। সম্প্রতি একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হয়েছেন তারা। এ অনুষ্ঠানে তাদের দেখা যাবে কক্সবাজার সমুদ্রপাড়ে।

শাকিব খানের সাথে’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত-এর মনোরম লোকেশনে। এই অনুষ্ঠানে শাকিব খান ও বুবলীই সব। তারা দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি।

কয়েকটি জনপ্রিয় সিনেমাতে শাকিব খানের সাথে জুটি হয়েছেন বুবলী। ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই জুটির ঈদের ছবি’সহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।