আলিয়ার ‘রাজি’ সিনেমার আয় ১১৭ কোটি রুপি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৯ জুন ২০১৮

ভারতের হয়ে পাকিস্তানে থেকে সেখানকার খবর সংগ্রহ করছেন আলিয়া ভাট। ‘রাজি’ সিনেমায় এমনই গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সাহসী নারীর চরিত্রে তিনি শুধু একজন যোদ্ধাই নন। কারো কন্যা, কারো বোন কিংবা কারো স্ত্রী। সিনেমাটিতে একজন নারীর লড়াকু হয়ে ওঠার চরিত্র ফুটিয়ে তুলে বাজিমাত করেছেন আলিয়া।

আলিয়া অভিনীত ‘রাজি’ সিনেমাটি গত ১০ মে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি আয় করেছে ৫৬.৫৯ কোটি রুপি। মুক্তির ১৭ দিনে সিনেমাটি শত কোটি রুপি আয় করেছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, শত কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে ‘রাজি’। মুক্তির ১৭ দিনে সর্বমোট আয় দাঁড়িয়েছে ১০২.৫০ কোটি রুপি। মুক্তির ২৭তম দিনে বক্স অফিসে 'রাজি' আয় করেছে ০.৮০ কোটি রুপি। এ নিয়ে সিনেমাটির সর্বোমোট আয়ের পরিমাণ দাড়াল ১১৭.৩৪ কোটি রুপি।

ছবিতে দেখা যায়, পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে আলিয়ার বিয়ে হয়। ওই সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। সিনেমাটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন আলিয়া। অনেকেই বলছেন, এটিই এ অভিনেত্রীর এখন পর্যন্ত সেরা অভিনয়।

হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের পাঞ্জাব, কাশ্মীর এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জংলী পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন। এটি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় লেখক গুলজারের মেয়ে মেঘনা গুলজার।

আলিয়া-ভিকি ছাড়াও ‘রাজি’ সিনেমায় অভিনয় করেছেন রজিত কাপুর, সোনি রাজদান, জয়দ্বীপ আহলাওয়াত, অম্রুতা খানভিলকর, শিশির শর্মা প্রমুখ।

এইচএ/এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।