হঠাৎ পরিকল্পনায় পরিবার নিয়ে কক্সবাজারে ফেরদৌস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৭ জুন ২০১৮

চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন আজ (৭ জুন)। বরাবরই এই দিনটি ঘরুয়া ভাবেই পালন করে আসছেন এই চিত্রনায়ক। পরিবারের সঙ্গে বেশ সাদা মাটা ভাবে সুন্দর এই দিনটি কাটাতে পছন্দ করেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের জন্মদিনটি অন্যরকম কাটছে তার। পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক। স্ত্রী তানিয়া রেজা ও দুই কন্যা নুজহাত ফেরদৌস ও নামিরা ফেরদৌসকে নিয়ে পাহাড় ও সাগরের অপরুপ সুন্দরের ভিড়ে হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার থেকে জাগো নিউজকে ফেরদৌস বলেন, ‘এতো ব্যস্ত থাকি, আজকাল আর আলাদা করে সময় নিয়ে ঘুরা হয় না। হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল আমারা এখানে আসবো। গতকাল বুধবার এসেছি। আজ সারাদিন ঘুরে ফিরে রাত্রেই ঢাকা ফিরব। প্রকৃতির খুব কাছাকাছি আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। একরকম প্রশান্তি অনুভব করি মনে। পুরো পরিবারের সঙ্গে এমন সুন্দর একটি পরিবেশে জন্মদিনটি ভাগাভাগি করতে পেরে অনেক ভালো লাগছে। ’

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। সবার দোয়ায় আগামী দিনগুলোতে ভালো ভালো কাজও করতে চাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই।’

দুটি মানুষের কারনেই এই পৃথিবীর আলো দেখে মানুষ। মা ও বাবার চেয়ে আপন আর কে ই বা আছেন! নায়ক ফেরদৌসের মা বেঁচে আছেন, বাবা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অনেক আগেই। মা তো রয়েছেন, জন্মদিনে বাবাকে ভীষণ মিস করেন তিনি। ফেরদৌস বলেন, ‘জন্মদিন এলে আমার বাবার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় নিজের জন্মদিনে বাবার কাছে নানারকম বায়না থাকতো আমার। হয়তো বাবা বেঁচে থাকলে এখনো কোনো না কোনো বায়না থাকতো আমার। আজকাল জন্মদিন এলে বাবার কথা ভেবে মনটা খারাপ হয়ে থাকে।’

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা বর্তমানে ‘বিউটি সার্কাস’, ‘পোস্টমাস্টার-৭১’, ‘মেঘকন্যা’, ‘শূন্য হৃদয়’, ‘গন্তব্য’ ইত্যাদি ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। বর্তমানে আরও কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন ফেরদৌস।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।