টাঙ্গাইলে চলছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট


প্রকাশিত: ০৯:২১ এএম, ০২ আগস্ট ২০১৫

সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ও আটকের প্রতিবাদে টাঙ্গাইলে চলছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট। রোববার সকাল ৬টা থেকে এ শ্রমিক ধর্মঘট শুরু হয়।

শ্রমিক নেতারা জানান, সিএনজিচালিত অটোরিকশা চলাচলই সড়ক দুর্ঘটনা কারণ নিশ্চিত করে ১ আগস্ট থেকে মহাসড়কে এ যান চলাচল বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ সিএনজিচালিত অটোরিকশা চলাচলে যতটা না মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটেছে তার বিপরীতে উত্তরাঞ্চল ও স্থানীয় পরিবহনের চালকদের বেপরোয়া গতি ও মাত্রাতিরিক্ত ওভারটেকিংয়ের কারণে মহাসড়কে প্রায়শই এ দুর্ঘটনা ঘটছে।

এ স্বত্ত্বেও একতরফা দুর্ঘটনার সকল দায়ভার সিএনজিচালিত অটোরিকশার উপর চাপিয়ে এর চলাচল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১ আগস্ট শনিবার সকাল থেকে দুপুর নাগাদ মহাসড়ক পাড়ি দিয়ে স্থানীয় সড়কে প্রবেশ পথেই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল জেলা পুলিশ আটক করে। এরই প্রতিবাদে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডস্থ সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে তাৎক্ষণিক সভা ডেকে জেলায় রোরবার সকাল ৬টা থেকে একটানা ৪৮ ঘণ্টার এ শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথাও জানান তারা।

টাঙ্গাইল জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মহসিন সিকদার সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে ৪৮ ঘণ্টার চলমান এ শ্রমিক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।