পূজায় জয়ার রাজকাহিনি


প্রকাশিত: ০৭:২৭ এএম, ০২ আগস্ট ২০১৫

দেশ ছেড়ে বিদেশেই এখন বেশি ব্যস্ততা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসানের। কলকাতায় এরইমধ্যে মুক্তি পেয়েছে জয়ার তিনটি ছবি। কাজ করছেন আরো কিছু নতুন ছবিতে।

এদিকে আসছে পূজায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন চলচ্চিত্র ‘রাজকাহিনি’। ‘জাতিস্মর’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি জানালেন রাজকাহিনি এবারের দুর্গাপূজায় আসবে।

ছবিটির গল্প নিয়ে তিনি বলেন, ‘রাজকাহিনি ছবিটি ছবিটির প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। এটা নারীদের হিরোইজমের গল্প। পুরোপুরি নারীশক্তির প্রতি সম্মান জানানোর গল্প আছে এখানে। নারীদের উত্থানের কাহিনী দেখা যাবে এখানে। আছে তাদের বিদ্রোহ ঘোষণা। এটাই আমার সবচেয়ে জোরালো নারীকেন্দ্রিক ছবি। মা দুর্গার অসুর বধের সঙ্গে মিলে যায়।’

জয়া এতে অভিনয় করেছেন রুবিনা চরিত্রে। আরও আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যীশু সেনগুপ্ত প্রমুখ।

ছবিটিতে গান গেয়েছেন রেখা ভরদ্বাজ, ওস্তাদ রশীদ খান, কবির সুমন, শ্রীকান্ত আচার্য, অরিজিৎ সিং, লগ্নজিতা চক্রবর্তী, রূপঙ্কর, অনুপম রায়, বাবুল সুপ্রিয়, সিধু, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, অন্বেষা ও কৌশিকী চক্রবর্তী।

সৃজিত আরো জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট ছাড়া হবে ছবিটির ট্রেলার। আর গানের ভিডিও মুক্তি দেওয়া হবে সেপ্টেম্বরে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।