দম ফেলার সময় নেই মোনালিসার
দুই বছর পর গেলো এপ্রিলের মাঝামাঝি সময়ে আমেরিকা থেকে দেশে ফিরেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশে ফিরেই কোন বিরতি না দিয়েই অংশ নিয়েছেন নাটক ও টেলিছবিতে। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত মোনালিসা। দম ফেলার ও বুঝি সময় নেই তার। এরই মধ্যে প্রায় ১০টি ঈদ নাটকে অভিনয় করে ফেলেছেন তিনি। ৬ পর্বের ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন।
মোনালিসা রোববার রাজধানীর উত্তরায় অংশ নিয়েছেন ঈদের নাটকের শুটিংয়ে। ৬ পর্বের এ ধারাবাহিকটির নাম 'ভালোবাসা তোমার আমার'। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করছেন মাকসুদুর রহমান বিশাল। এ নাটকে মোনালিসার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন।
নাটকটি প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘নাটকের গল্পটা একটু আলাদা। এখানে তিন প্রজন্মের একটা মেলবন্ধন দেখানো হয়েছে। সত্তর-আশি দশক, তার পরবর্তী প্রজন্ম ও এখনকার প্রজন্ম। তাদের ভালোবাসা,পাওয়া না পাওয়ার বেদনা,ফ্যামিলি ক্রাইসিস এগুলোই থাকছে এ গল্পে।’
ঈদের কাজ সম্পর্কে মোনালিসা বলেন, ‘দেশে ফেরার পর অনেকগুলো কাজের অফার পেয়েছি ভালো ভালো নির্মাতাদের। ৩০ টিরও বেশি নাটকের অফার পেয়েছি এর মধ্যে। গল্প পছন্দ না হওয়া ও লোকেশনের কারণে অনেকগুলোর কাজই ছেড়ে দিয়েছি। তার মধ্য থেকে যেগুলোর গল্প আমার পছন্দ হয়েছে সেগুলোতেই কাজ করেছি। এবার ঈদে খুব বেশি হলে ৮-১০ টা নাটকে কাজ করেছি ঈদের জন্য।’
মোনালিসা অভিনীত ঈদের নাটকগুলোর মধ্যে আছে, জাহিদ হাসানের 'যে মাসে সুখ থাকে', শাখাওয়াত মানিকের ৬ পর্বের ধারাবাহিক 'আমার বউ নায়িকা', রোকনের 'ছুটির ফাঁদে', মোরসালিন শুভর 'কোম্পানীর প্রচারের স্বার্থে', মোস্তফা কামাল রাজের 'অনুভবে' ও 'কি জানি কি হয়', আশফাক নিপুনের 'হয়তো তোমার কাছে যাবো' উল্লেখযোগ্য। এছাড়াও হানিফ সংকেতের পরিচালনায় একটি বিশেষ নাটকে রয়েছে ঈদের জন্য।
বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন একটি বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে। কিন্তু এখনই এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরেই এটার শুটিং হবে। এদিকে ঈদের আগে একটি মিউজিক ভিডিওর শুটিং করবো।’
চলতি মাসের পুরো সময়টাই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এ অভিনেত্রী। আগামী মাসের প্রথম দিকেই আবারও আমেরিকায় উড়াল দিবেন বলে জানান এ অভিনেত্রী।
আইএন/এমএবি/জেআইএম